শাখাঃ ভূ-রসায়ন ও পানি সম্পদ
(Branch: Geochemistry and Water Resources)
শাখা প্রধানঃ জনাব মোহাম্মদ নুরুল হক উপ-পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): ৯৩৬১৩৭৮ মোবাইল: ০১৭১৬৮৫০১০৭ ই-মেইল: nurul_gsb@yahoo.com |
|
ভূ-রসায়ন ও পানি সম্পদ শাখা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখা অনুসন্ধানমূলক ভূ-রসায়ন কৌশল প্রয়োগ করে এককভাবে ও অন্যান্য অনুসন্ধান কৌশলের সাথে সমন্বিতভাবে পরিচালনার মাধ্যমে ভূ-রাসায়নিক অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে থাকে। বাংলাদেশের বিভিন্ন এলাকার ভূ-গর্ভস্থ নলকূপ হতে পানির নমুনা সংগ্রহ এবং গবেষণাগারে বিশ্লেষণের মাধ্যমে ভূ-গর্ভস্থ আধারের পানির গুণাগুন নির্ণয় করে থাকে। এছাড়াও ভূ-গর্ভস্থ আধারের পললের নমুনা বিশ্লেষণের মাধ্যমে আধারের বৈশিষ্ট্য নিরূপণ করে থাকে।
লোকবলঃ
দায়িত্ব ও কার্যাবলীঃ